সরেজমিন গিয়ে দেখা যায়, ভবন নির্মাণে কিছু জায়গায় ননগ্রেড রড ব্যবহার করা হয়েছে। পুরাতন নিম্নমানের রড পরে রয়েছে যত্রতত্র। ভবন নির্মাণের মেয়াদ একবার শেষ হলেও এখনো কাজ চলছে কচ্ছপ গতিতে। বন্ধ রয়েছে নির্মাণ কাজ। যার ফলে লেখাপড়ার ব্যাঘাত ঘটছে কোমলমতি শিক্ষার্থীদের। এসময় এলাকাবাসীর অনেকেই অভিযোগ করেছেন ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বহুল প্রত্যাশিত এই ভবনে অনিয়ম সহ্য করবেন না বলেও জানান অনেকে।
শত্রুমর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধনঞ্জয় চন্দ্র বলেন, বারবার বলার পরেও নিম্নমানের রড ব্যবহার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আমরা এব্যাপারে ইউএনও মহোদয়ের কাছে অভিযোগ করেছি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সুরঞ্জিত চৌধুরী টপ্পা বলেন, ভবন নির্মাণ কাজে অনিয়ম হচ্ছে। নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান কারো কথা মানছে না।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রঞ্জিত পাল বলেন, মাননীয় পরিকল্পনামন্ত্রী মহোদয় আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার কথা চিন্তা করে আধুনিক ভবন দিলেও ঠিকাদারি প্রতিষ্ঠান নিজের খেয়াল খুশিমত কাজ করে যাচ্ছে। ননগ্রেড রড দিয়েই কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
ঠিকাদারি প্রতিষ্ঠানের সত্বাধীকারি সমীর চন্দ্র দাস বলেন, যে রড ব্যবহার করা হচ্ছে তা ভালো। কোন পুরাতন রড ব্যবহার করা হচ্ছে না।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা এলজিইডির উপ-সহকারী রাজু আহমেদ বলেন, আমরা পুরাতন রডগুলো না লাগানোর জন্য বলেছিলাম। যদি লাগিয়ে থাকে তাহলে তা খুলে ফেলা হবে।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী বলেন, স্কুল কমিটির অভিযোগ পেয়েছি। আগামীকাল ভবনটির নির্মাণ কাজ পরিদর্শনে যাব।