সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে বাড়ছে পানি,বাড়ছে হাহাকার!

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুলাই, ২০১৯
  • ২৯৪ বার

ছায়াদ হোসেন সবুজ: ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে ।রাস্থাঘাট ও ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় দুর্ভোগে নাকাল উপজেলার প্রতিটি পরিবার। পানি বৃদ্ধি চলমান থাকায় প্রতিনিয়তই পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্যায় প্লাবিত হওয়ায় উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে এখন পাঠদান বন্ধ রয়েছে। বন্যার কারণে ঘর ছাড়া হয়ে পড়েছে অনেক পরিবার। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্যের চরম সংকট। হাহাকার সৃষ্টি হয়েছে পানিবন্দি মানুষের মাঝে। বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় অনেকে ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। অসহায়ত্বে কাঁটছে তাদের জীবন। পানিবন্দী মানুষেরা হাঁস-মুরগী, গরু-ছাগল নিয়ে পড়েছেন বিপাকে। নলকুপ, গোচারনভুমি পানিতে প্লাবিত হওয়ায় গোখাদ্য ও বিশুদ্ধ পানির সঙ্গে দেখা দিয়েছে তীব্র খাদ্য সঙ্কট। অর্ধহারে অনাহারে অতিকষ্টে দিনাপাত করছে অনেক পরিবার।

সরেজমিন বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, পানিবন্দী পরিবারের মানুষরা ত্রানের অপেক্ষায় এদিক ওদিক থাকিয়ে আছেন।কেউ কেউ ধান এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেয়ার কাজে ব্যস্থ আছেন। পরিবার পরিজন নিয়ে নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টাও রয়েছে প্রবল। গরু-ছাগল নিয়েও তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পানি বৃদ্ধি চলমান থাকায় চারিদিকে বিরাজ করছে বন্যার্তদের হাহাকার।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের আব্দুন নুর বলেন, আমাদের গ্রামের প্রধান রাস্থাগুলো বন্যার পানিতে তলিয়ে গেছে। এখন আমাদের রাস্থায় হাটু পানি। চলাচলের একমাত্র বাহন এখন নৌকা। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছি আমরা।

উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের আজাদ মিয়া বলেন, আমরার দুর্গতির কথা কইয়া আর কিতা অইত। বাড়ি পানির তলে গেছেগি। ফুরুত্তাইনতেরে লইয়া বিপদো আছি। আল্লায় জানইন ইবার কপালো কিতা আছে।

রহিম মিয়া নামের আরেকজন বলেন, ফুয়া, ফুরিনতো আছে অই ধান আর গরু বাচুর লইয়া মহা বিপদে আছি। কিতা করতাম ভাইব্বা পাইরাম না।

এব্যাপারে উপজেলার জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ মিয়া বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষথেকে ত্রান সামগ্রী বিতরণ শুরু করেছি।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লাহ বলেন, উপজেলা প্রশাসনের পক্ষথেকে শুকনো খাবার ও ত্রান সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছি । বন্যা পরিস্থিতির খবর জানতে কন্ট্রোল রুম কাজ করছে। সবাইকে নিরাপদ স্থানে থাকার কথাও বলা হয়েছে।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফারুক আহমদ ও ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন বলেন, আমরা বন্যাকবলিত প্রতিটি স্থানেই পরিদর্শন পূর্বক বন্যার্ত পরিবারের মাঝে ত্রান বিতরণ করছি। বন্যার্তদের জন্য যা প্রয়োজন উপজেলা প্রশাসন করতে প্রস্তুত আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ