রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে বানের পানিতে ভেসে গেল জাহাঙ্গীর এর স্বপ্ন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৫৪৩ বার

স্টাফ রিপোর্টারঃ  মৎস্য খামারে প্রায় ১০ লক্ষ  টাকার উপরে বিনিয়োগ করেছিলেন দক্ষিণ সুনামগঞ্জের জাহাঙ্গীর আলম। এই আগস্ট মাসেই খামার থেকে ৪ থেকে ৫ লক্ষ টাকা  লাভের স্বপ্নও দেখছিলেন তিনি। কিন্তু অকাল বন্যায় তার সে স্বপ্ন ভেসে গেছে। বানের পানিতে তার সব মাছ ভেসে যাওয়ায় তিনি এখন নিঃস্ব হয়ে পড়েছেন। সবকিছু হারিয়ে তিনি এখন দিশেহারা জাহাঙ্গীর।

 

দক্ষিণ সুনামগঞ্জ  উপজেলার জয়কলস  ইউনিয়নের সদরপুর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম তার নিজের ৩ টি পুকুরে ‘লায়বা ফিশারিজ’ নামে মৎস্য খামার স্থাপন করেন। এই পুকুরে তিনি বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করেন।

 

জানা যায়, এই ফিশারিতে ১০  লক্ষ টাকার  বিভিন্ন জাতের মাছ চাষ করেন তিনি। তিনটি ফিশারির মাছ আগস্ট মাসে বিক্রি করার কথা ছিল। তাতে প্রায় ৪ থেকে  ৫ লক্ষ  টাকা লাভ হত তার। কিন্তু সম্প্রতি তিন দফা বন্যায় অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে অকাল বন্যার পানি ফিশারিতে ঢুকে পড়ে। এতে করে সব মাছ ভাসিয়ে নিয়ে যায়। প্রাথমিকভাবে ফিশারির চতুর্দিকে জাল ও পাটিবাঁধ দিয়ে মাছ আটকানোর প্রাণপণ চেষ্টা করেন তিনি। এতে উপকরণ এবং শ্রমিক খরচসহ আরও ২০ হাজার টাকা ব্যয় হয় তার। কিন্তু শেষ রক্ষা হয়নি। পানির তোড়ে পাটিবাঁধ ভেঙ্গে পানি ভেতরে ঢুকে পড়ায় সব মাছ ভেসে যায়। সব হারিয়ে জাহাঙ্গীর আলম এখন চরম হতাশ।

খামার মালিক জাহাঙ্গীর আলম বলেন, ‘আরব আমিরাত’ থেকে দেশে এসে কিছু করার স্বপ্ন নিয়েই খামার করেছিলাম। আমার খামারে ২ জন শ্রমিক নিয়মিত কাজ করত। খামারে ১০ লক্ষ টাকার  উপরে বিনিয়োগ করেছিলাম। আশা ছিল আগস্ট মাসে মাছ বিক্রি হলে ৪/৫ লক্ষ টাকা আয় হবে। কিন্তু বন্যায় আমার সব স্বপ্ন ভেঙ্গে গেছে। এ ক্ষতি কিভাবে পুষিয়ে নেব তা ভেবে পাচ্ছি না। আবারও যে ব্যবসা শুরু করতে পারবো,, সেই বিশ্বাস টাও পাচ্ছি না। তাই সরকারের কাছে আমাদের দাবি আমিসহ যারা সহায়-সম্বল হারিয়েছি তাদের দিকে একটু নজর দেওয়ার জন্য।’

 

এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড মেম্বার আশরাফ মিয়া জানান, ‘আমাদের গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম কয়েক বছর আগে ‘আরব আমিরাত’ থেকে দেশে ফিরে বিগত কয়েক বছর ধরেই তিনি সুনামের সহিত ফিশারিজ ব্যবসা করে আসছেন।কিন্তু এবার আর উনার শেষ রক্ষা হলো না। আমার জানামতে এবারও তিনি ভাল টাকা বিনিয়োগ করে মাছের খামার গড়ে তুলেছিলেন। কিন্তু চলমান বন্যায় তার সবকিছু কেড়ে নিয়েছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ