রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩৫ বার

স্টাফ রিপোর্টার:: 

দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলায় বজ্রপাতে ১ যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মিন্টু মিয়া (৩০)। আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) ভোররাতে দক্ষিণ সুনাগঞ্জের আমামপুর সংলগ্ন দেখারহাওরে এ ঘটনাটি ঘটেছে। নিহত মিন্টু মিয়া পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা উত্তরবাজার সংলগ্ন ইসলামপুর (নোয়াবাড়ি) গ্রামের রইব্বা মিয়ার ছেলে। এ সময় আরও ৩ ব্যক্তি আতহ হয়েছেন। আহতদের মাঝে ১ জনের অবস্থা আশংকাজন।

আহতরা হলেন মো. আবু মিয়ার ছেলে মহিব উল্লাহ (২০), ফকির মিয়ার ছেলে এনামুল হক (২২) ও গুরুতর আহত আবদুল কাইয়ুমের ছেলে আবদুল আজিজ (২১)। আহত ৩ জনই ইসলামপুর (নোয়াবাড়ি) গ্রামের বাসিন্দা। গুরুতর আহত আবদুল আজিজকে ছাতক থানাধীন কৈতক ২০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। আহত বাকী দু’জন স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আজও (রোববার) ফজরের নামাজের পর হাওরে মাছ ধরতে যান ঘটনার শিকার ব্যক্তিরা। আবহাওয়ার অবস্থা ভালো না হওয়ায় বাড়ি ফেরার চেষ্টা করেন। পথিমধ্যে বজ্রপাতের শিকার হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান মিন্টু মিয়া। আহত হন তিনজন।

পশ্চিম পাগলা ইউনিয়ন চেয়ারম্যান নুরুল হক এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ইসলামপুর (নোয়াবাড়ি) নিহত মিন্টু মিয়ার বাড়িতে গিয়ে এসেছে। ঘটনাটি খুবই দুঃখজনক।

দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজি মুক্তাদির হোসেন বলেন, বজ্রপাতে ১ ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলে আমি জেনেছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ