স্টাফ রিপোর্টার, ছায়াদ হোসেন সবুজ:: দক্ষিণ সুনামগঞ্জ সহ গোটা জেলায় আকাশে মেঘ দেখলেই এখন বজ্রপাত আতংকে ভুগছে সাধারন মানুষ। ঝড়-বৃষ্টির সাথে যেন পাল্লা দিয়ে বাড়ছে বজ্রপাত। গত মাসে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বজ্রপাতে ইতিমধ্যে কয়েকজন ছাত্র ও কৃষকের মর্মান্তিক মৃত্য ঘটেছে। বিভিন্ন স্থানে পশুর মৃত্যু এমনকি গাছপালাও ক্ষতিগ্রস্থ হচ্ছে। আকাশে বিদ্যুৎ চমকালেই গ্রামগঞ্জে বজ্রপাত ভীতিতে ঘরের বাইরে বেড় হচ্ছে না মানুষ। প্রতিনিয়ত বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে, এখন এমন হয়েছে অবস্থা বজ্রপাতের আতংকে উপজেলার মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। বর্ষা মৌসূমের শুরুতেই এভাবে ব্যাপক বজ্রপাতের ঘটনায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাধারন মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। বিশেষ করে জেলে সম্প্রদায় ও কৃষিজীবীরা সবচেয়ে বেশি আতংকে আছেন তারা মেঘ দেখলেই ঘরের বাইরে যেতে ভয় পাচ্ছেন। মানুষ এর আগে এমন বজ্রপাতের ঘটনা এতাটা দেখেনি। বর্তমান পরিস্থিতিতে আকাশে মেঘের গর্জন শুনলেই গ্রামের মানুষ ঘরের বাহিরে যেতে ভয় পাচ্ছন। হঠাৎ বেড়ে যাওয়া এ দুর্যোগে সারা উপজেলায় মানুষ আতংকে রয়েছেন। গতকালও দেখা গেছে আকাশে বিজলী চমকালেই গাড়ি রেখে কোথাও দ্রুত আশ্রয় নিচ্ছেন লোকজন। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম অমিত বলেন, এলাকাবাসীরা বৃষ্টি দেখলেই বজ্রপাতের শংকায় ঘর তেকে বের হননা। অবিভাবকরা সন্তানদের আর স্কুলে দিতে চান না। এই বুঝি বজ্র পড়লো-সবখানে এমন আতংক। বজ্রপাতের কারনে ব্যবসাও ভাল হচ্ছেনা। ডুংরিয়া গ্রামের কৃষক সলিম মিয়া দক্ষিণ সুনামগঞ্জ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বারী বর্ষণ ও বজ্রপাতের কারনে আমরা খুব সমস্যায় আছি। আজ সারাদিন টানা বৃষ্টির কারনে আমাদের খলা ডুবে গেছে। বৃষ্টির কারনে পাকা ধান কাটা সম্ভব হচ্ছেনা। অবশ্যই আমরা প্রায় ৮০% ধান কেটে শেষ করেছি। এক কথায় বজ্রপাতের ভয়ে সবদিকে এখন আতংক বিরাজমান।