ছায়াদ হুসেন সবুজ:
রবিবার বিকাল ৪ ঘটিকায় ডুংরিয়া (শিবপুরে) বজ্রপাতে নাইম (১৫) নামের এক তরুন নিহত হয়েছে। প্রতক্ষ্যদর্শীরা জানান, বজ্রপাতের সময় নাইম আহমেদ তার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলছিলো, তখন হটাৎ করে তার উপর বজ্রপাত পরে, বজ্রপাতে তার শরীরের অনেক অংশ পুড়ে যায়। বজ্রপাতের পর তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষনা করেন। নাইমের গ্রামের বাড়ি দক্ষিণ সুনামগঞ্জের সলফে, তার বাবার নাম বাবুল মিয়া, সে ছুট বেলা থেকেই ডুংরিয়া মামার বাড়িতে থেকে লেখাপড়া করতো। তার মামা সুহেল আহমেদ জানান, আমার ভাগনা নাইম আমাদেরকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেছে, আমার ভাগনা আমাদের বাড়িতে ছুটো বেলা থেকেই থাকত ও খুব ভাল ছাত্র ছিল, আমার পরিবারের মানুষ সবাই এখন পাগল প্রায়। তিনি বলেন আল্লাহ যেন আমার ভাগনাকে জান্নাত দান করেন, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজে নবম শ্রেনীতে অধ্যায়ন করত নাইম, তার মৃত্যুতে এলাকার শোকের মাতম দেখা দিয়েছে। জানা যায় আগামীকাল সকালে নিজ গ্রাম সলফে তার জানাযা অনুষ্ঠিত হবে।তার এই আকস্মিক মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক বৃন্দ ও এলাকার জন সাধারন।