বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন

দঃ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৯ মে, ২০২১
  • ২৮৯ বার
বিশেষ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭ ) এর উদ্বোধন  করা হয়েছে।
শনিবার(২৯ মে) সকাল ১০ টায় উপজেলার শান্তিগঞ্জস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার হায়াতুন নবী, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জসিম উদ্দিন শরীফি, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব আল মারফ, মৎস্য কর্মকর্তা জাহিদ হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, জয়কলস ইউপি চেয়ারম্যন মাসুদ মিয়া, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, উপজেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, যুবলীগের সহ-প্রচার সম্পাদক মতিউর রহমান, পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলম, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছদরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা নাঈম আহমেদ, দিলিপ দাস ও তোফায়েল আহমেদ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ