সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯
  • ২২০ বার

সারা দেশের ন্যায় সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক/ বালিকা (অনুর্ধ্ব১৭) উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলার শান্তিগঞ্জের তেঘরিয়াস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ক্রীড়া অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লাহ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা শমসাদ বেগম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, থানার ওসি (তদন্ত) মো: আসাদুর রহমান হাওলাদার, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, এসআই আলাউদ্দিন, পাগলা হাইস্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মৃদুল দাস, জেবিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিবাস চন্দ্র বিশ্বাস, সাতগাও জীবদ্বারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ, কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী সহ বিভিন্ন ইউনিয়নের খেলোয়াড়, শিক্ষকবৃন্দ ও জনসাধারণ প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে দরগাপাশা ইউপির মুখোমুখি হয়ে ০১ গোলে বিজয়ী হয় জয়কলস ইউপি।

            ( বার্তা সম্পাদক )

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ