বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে ফুটবল খেলার পুরস্কার নিয়ে সংঘর্ষ : নিহত ১, আহত ২৫

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৪৩৩ বার

নিজস্ব প্রতিবেদক::  

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ফুটবল খেলার পুরস্কার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। গুরুতর আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৪ জুন) বিকেলে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা।

নিহত ব্যক্তির নাম আউয়াল খান (৬৫)। তিনি চিকারকান্দি গ্রামের মৃত ইলিয়াস খানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার দক্ষিণ সুনামগঞ্জের চিকারকান্দি গ্রামে দুইদিন আগে চিকারকান্দি ইলেভেন ব্রাদার্স ও চিকারকান্দি বাজার ক্লাবের মধ্যে ফুটবল খেলা হয়। খেলা শেষে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তারা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন।

আহতদের মধ্যে আব্দুল আউয়াল খানের অবস্থা গুরুতর ছিল। আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি কাজী মোক্তাদির হোসেন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ