রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে প্রভাবশালী কর্তৃক দিনমজুরকে মারধরের অভিযোগ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ৩৬৬ বার

নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনী গ্রামের এক দিনমজুরকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আহত দিনমজুরের নাম শুভাস দাস। সে সিচনী গ্রামের মৃত কৃষ্ণ মোহন দাসের ছেলে।

প্রত্যক্ষর্শী ও অভিযোগ সুত্রে জানা যায়, একই গ্রামের প্রভাবশালী মৃত সুরুজ আলীর ছেলে মোস্তফা মিয়া ও তার ছেলেরা সঙ্গবদ্ধ হয়ে গত পহেলা বৈশাখের দিনে সুভাষ তার পরিবারের লোকজনকে নিয়ে নোয়াগাও চন্ডী মেলায় যাওয়ার পথে পূর্ব শত্রুতারা জের ধরে সিচনী গ্রামের সুনেতের চায়ের দোকানে আসা মাত্র মোস্তফা মিয়া ও তার ছেলেরা সুভাষের উপর দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে সুভাষের বাম হাতের কবজি তেতলে যাওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন অংশ লীলাফোলা জখম হয়। তখন স্থানীয়রা দিনমজুর সুভাষের চিৎকার শুনে থাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

আহত সুভাষ দাস জানান, আমি অসহায় মানুষ হওয়ায় আমাকে একাপেয়ে মারধর করা হয়েছে। মোস্তফা মিয়া প্রভাবশালী হওয়ায় বিচার তো দুরের কথা আমার খবরও কেউ নেয় নি। আমার পরিবারে আমি একমাত্র উপার্জন করি। হাতে জখম থাকায় কাজ করতে পারছি না। আমার ছেলে মেয়েদের নিয়ে না খেয়ে দিনাতিপাত করছি। ন্যায় বিচার পাওয়ার জন্য থানায় অভিযোগ দায়ের করেছি।এখন প্রতিদিন জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছি।

এব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার এস.আই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, দিনমজুর সুভাষ মোস্তফা মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে মজুরের কাজ করতো। কিন্তু কাজ করলেও মজুরির টাকা না পাওয়ায় সে তাদের বাড়ি থেকে চলে আসে। অভাব অনটনের সংসার হওয়ায় সুভাষ অন্যবাড়িতে কাজ করে। আর তা দেখে মোস্তফা মিয়া সুভাষকে জোরপূর্বক তাদের বাড়িতে কাজ করার তাগাদা দেন। সুভাষ তা মেনে না নেওয়ায় পুর্বপরিকল্পিতভাবে পহেলা বৈশাখে হামলা চালায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ