আহতরা হলেন উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের জমসেদ আলীর ছেলে আব্দুর রহিম (৩৫), মৃত আব্দুল আহাদের ছেলে নুরুল ইসলাম (৫৫), মৃত আব্দুল মতলিবের ছেলে জমসেদ আলী (৬০), নুরুল ইসলামের ছেলে আক্তার হোসেন (৩৭), আব্দুল হান্নানের ছেলে কমর উদ্দিন ওরপে কালামন (৩৫)। গুরুতর আহত অবস্থায় আব্দুর রহিম, নুরুল ইসলাম ও জমসেদ আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ২ জনকে সুনামগঞ্জ সদও হাসপাতাল ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়: রবিবার বিকালে জমি সংক্রান্ত জের ধরে একই গ্রামের আব্দুল মস্তাবের ছেলে সোহেল মিয়া,জুয়েল মিয়া,তুলাই মিয়া,নুনু মিয়া,আব্দুল গফ্ফারের ছেলে শায়েখ মিয়া সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র চাপাতি,রামদা,চাইনিজ কুরাল নিয়ে জমসেদ মিয়ার বাড়ী রকম ভ‚মি যাহাতে জমসেদ মিয়ার দায়েরকৃত স্বত্ত মামলা সহ দুইটি মামলা আদালতে চলমান রয়েছে সেই জায়গায় জোর পূর্বক ঘর নির্মাণ করতে উদ্যত হলে জমসেদ মিয়া ও তার লোকজন বাঁধা দেয় তখন তাদের বাঁধা উপেক্ষা করে সোহেল মিয়া গংরা অতর্কিতভাবে এলোপাতারি হামলা চালিয়ে জমসেদ মিয়া সহ তাহার লোকদেরকে গুরুতর আহত করে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।