স্টাফ রিপোর্টার::
মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় দক্ষিণ সুনামগঞ্জে কার্প জাতীয় ৫ শত ৮০ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ৯ টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ডাবর ব্রীজ সংলগ্ন মহাসিং নদীতে ও সদরপুর ব্রীজ সংলগ্ন নাইন্দা নদীতে পোনা মাছ অবমুক্ত করণকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো: জিল্লুর রহমান, সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, হ্যাচারী কর্মকর্তা অশোক কুমার, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো: নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, উপজেলা মৎস্য অফিসের স্টাফ রাশেদুল ইসলাম, পোনা মাছ সরবরাহকারী সাইদুল ইসলাম প্রমুখ।