মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার বাহিনীর মোবাইল টিম

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ২৬০ বার

নিজস্ব প্রতিবেদক::  

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার বাহিনীর ৩টি মোবাইল টিম কাজ করছে। এ বছর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় মোট ২৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

এসব মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি টিমে ১০ জন করে আনসার বাহিনীর সদস্যরা কাজ করবেন।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁনের নির্দেশনায় ও সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ সাজ্জাদ হোসেন সেলিমের সার্বিক তত্ত্বাবধানে এই মোবাইল টিমগুলোব প্রস্তুত করা হয়। এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মির সার্বিক সহযোগীতায় উপজেলার সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়। এই ৩ টি টহল টিমের মধ্যে ২ টি টিম সার্বক্ষণিক নিরাপত্তা টহলে ও ১ টি টিম রিজার্ভ থাকবে।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ নিলুফা চৌধুরী এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক সুরঞ্জিত দাস এর তত্ত্ববধানে ২ টি টহল টিম সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে বলে জানা যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ