স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুনামগঞ্জে কাবিটা নীতিমালার আলোকে হাওর রক্ষা বাঁধ নির্মাণে পিআইসিদের নিয়ে বিশেষ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৫টায় উপজেলার শান্তিগঞ্জ বাজা শান্তিগঞ্জ বাজারে এফআইভিডিবি হল রোমে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে কর্মশালা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক ( রেভিনিউ) মোঃ রাশেদ ইকবাল চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা সমশাদ বেগম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ মোঃ আব্দুল্লাহ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জহিরুল আলম, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ফারুক আল মামুন।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ আতাউর রহমান, উপজেলা পাউবো কমিটির সদস্য দিলীপ তালুকদার, প্রেসক্লাব সাধারণ স¤পাদক মোঃ নুরুল হক, পাউবো কমিটির সদস্যগণ, বিভিন্ন পিআইসির সভাপতি ও স¤পাদক বৃন্দ প্রমূখ।