মো.শহীদ মিয়া-সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলায় দেখার হাওরে বাঁধের কাজ অনিয়ম হওয়ায় আরশ আলী (৪৮) নামের ১ প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিকে আটক করা হয়। রবিবার দুপুরে তাকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ। পরে তাকে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন তিনি। আরশ আলী পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক মেম্বার ও অনুন্নয়ন (ডেকার-ডাইক ০৩)২৯ নং পিআইসির সভাপতি। জানা যায়,আরশ আলী দেখার হাওরের পূর্ব পাগলা ইউনিয়নের খাড়ারাই গ্রাম সংলগ্ন বাঁধের পিআইসি হয়ে ব্যাপক অনিয়ম করেন। স্থানীয় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করলে নির্বাহী কর্মকর্তা তাকে তাঁর কার্যালয়ে ডেকে পাঠান। জিজ্ঞাসাবাদে বাঁধের কাজে অনিয়মের সত্যতা পাওয়ায় আটক করা হয়। পরে তাকে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর কার্যালয় থেকে আমাদের কাছে আরশ আলী নামের একজনকে হস্তান্তর করেছেন। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ বলেন,অভিযোগের ভিত্তিতে তাকে উপজেলা চত্ত্বর তাকে আটক করি। পরে তাকে থানায় হস্তান্তর করি। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।