রবিবার, ০৭ জুলাই ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে পানিতে ডুবছে কৃষকের স্বপ্ন, ফের বন্যার আশংকা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২১৩ বার

ছায়াদ হোসেন সবুজ::

দক্ষিণ সুনামগঞ্জে ৩ দফা বন্যায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পর কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী বুকে কষ্ট নিয়ে আবারও চারা রোপন করেছিলেন কৃষকরা। বুকে স্বপ্ন লালন করেছিলেন ক্ষতি কাটিয়ে লাভবান হওয়ায়। কিন্তু কৃষকের সে স্বপ্ন যেন স্বপ্নই রয়ে যাচ্ছে। বিগত দিনের বন্যাগুলোর রেষ কাটতে না কাটতেই আবারো গত ৩ দিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে আমনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লাগাতার ভারী বৃষ্টিপাতে নিমজ্জিত কৃষকের আমন ক্ষেত। ফলে আবারো দেখা দিয়েছে চতুর্থ দফা বন্যার আশংকা । এভাবে বৃষ্টি চলমান থাকলে পানিতে তলিয়ে যাবে কৃষকের স্বপ্ন। কষ্টের শেষ থাকবেনা তাদের। এই মুহুর্তে বন্যায় আশংকায় দিশেহারা উপজেলার কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, টানা বর্ষনে ইতিমধ্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রায় ৮০ হেক্টর রোপা আমন পানিতে তলিয়ে গেছে৷ যদি বৃষ্টি চলমান থাকে তবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হবেন কৃষকরা। আমরা চারিদিকে খোজখবর অব্যাহত রেখেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা ইতিমধ্যেই জেলায় পাঠানো হয়েছে।

কথা হলে ক্ষতিগ্রস্ত একাধিক কৃষকরা বলেন, আমাদের সব শেষ। পরপর ৩ বারের বন্যার কষ্ট কাটতে না কাটতেই আবারো বন্যায় আমাদের স্বপ্ন পানিতে ডুবে যাচ্ছে। যদি এভাবে বৃষ্টি চলমান থাকে তাহলে কষ্টের শেষ তাকবে না আমাদের।

এ ব্যাপারে মুঠোফোনে কথা হলে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আশ্বিনের বন্যার পানি নীচু এলাকার মাঠগুলোয় রোপা আমন ধানের ক্ষতি এবং গত ৩ দিনের ভারী বৃষ্টিপাতে বিভিন্ন সবজি ফসলের বীজতলা নষ্ট হওয়ার আংশকা রয়েছে। বৃষ্টি চলমান থাকলে ব্যাপক ক্ষয়ক্ষতির স্বীকার হবেন কৃষকরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ