বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে পল্লী চিকিৎসকসহ করোনা আক্রান্ত আরও ৬ জন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৩৭৭ বার

স্টাফ রিপোর্টার:: দক্ষিণ সুনামগঞ্জে উপজেলায় আজও সর্বোচ্চ ৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে উপজেলার জয়কলস ইউনিয়নের কামরুপদলং গ্রামের ২ জন, ডুংরিয়ার(শিবপুরের) ১জন, পূর্ব পাগলা ইউনিয়নের পিঠাপশী গ্রামের ২ জন ও পশ্চিম পাগলা ইউনিয়নের কান্দিগাও গ্রামের এক তরুণী । এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৬ জন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে একজন উপজেলার শান্তিগঞ্জ বাজারের পল্লী চিকিৎসক। নতুন আক্রান্তদের করোনার উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবির) ল্যাবে পাঠানো হলে আজ বুধবার (১০ জুন) তাদের রিপোর্ট ‘পজিটিভ’ আসে। আক্রান্তদের পরিবারের অন্যান সদস্যদের নমুনা সংগ্রহের প্রস্তুতি চলছে বলেও জানায় উপজেলা স্বাস্থ্য বিভাগ।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, আপাতত নতুন আক্রান্তদেরকে তাদের নিজেদের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বুঝে হাসপাতাল আইসোলশনে পাঠানো হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ