শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের ৩৩ পদ শুন্য! ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৭৬ বার

স্টাফ রিপোর্টার :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ৩৩ টি পদ শুণ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে চলছে বছরের পর বছর স্বাস্থ্য কার্যক্রম। দীর্ঘদিন যাবত পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ গুরুত্বপূর্ণ পদে জনবল না থাকায় ব্যাহত হচ্ছে উপজেলা হাজার হাজার জনগনের চিকিৎসা সেবা। জনবল সংকটে নাজেহাল অবস্থা পরিবার পরিকল্পনা বিভাগের। তাই চিকিৎসা সেবার মান নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। গুরুত্বপূর্ণ পদগুলোতে কর্মকর্তা না থাকায় হতাশার শেষ নেই উপজেলার সাধারণ মানুষের। উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্র জানা যায়, ২০১৮ সাল থেকেই পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদটি ভারপ্রাপ্ত-ই পরে রয়েছে। ২০১৮ সাল থেকে এই পর্যন্ত সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তাই ভারপ্রাপ্ত হয়ে চালাচ্ছেন পুরো কার্যক্রম। জানা যায়, উপজেলা মেডিকেল অফিসার (এমসি এইচ এফফি), মেডিকেল অফিসার (এফ ডব্লিউ) এই গুরুত্বপূর্ণ দুটি পদ শুন্য রয়েছে। এছাড়াও সাব এসিসটেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার ৫ জন থাকার কথা থাকলেও আছেন ১ জন, পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে ১৩ জনের মধ্যে আছেন ১১ জন, ফার্মাসিস্ট পদের ৫ জনের মধ্যে একজনও নেই, পরিবার কল্যাণ সহকারী পদে ৩০ জন থাকার কথা থাকলেও আছেন ২০ জন, অফিস সহায়ক হিসেবে ২ জনের মধ্যে আছেন ১জন, আয়া ৮টি পদের মধ্যে আছে ৩ জন। মোট পদসংখ্যা ৯২ টি এর মধ্যে ৩৩ পদই শুন্য।

এব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমচন্দ্র তালুকদার কোন বক্তব্য দেননি, বলেন আগামীকাল এসে বক্তব্য দেব।

উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী বলেন,পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগ বন্দ থাকায় পদগুলো শূন্য রয়েছে। নিয়োগ প্রক্রিয়া চলমান হলে এই সমস্যা থাকবে না।

সুনামগঞ্জে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ মুজাম্মেল হক বলেন, আমাদের জেলা থেকে ১২ টি পদে নিয়োগ চলমান আছে, অন্যান্য পদগুলো কেন্দ্রীয় অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়। কেন্দ্রীয়ভাবে ৭ শত লোকের নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। এগুলো হয়ে গেলে উপজেলার শূন্যপদগুলো পূরণ হয়ে যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ