নিজস্ব প্রতিবেদক :: “অল্প আয় স্বল্প জমা, ন্যাশনাল লাইফের জনবীমা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ‘জনবীমা’ মরনোত্তর বীমা দাবী চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের হলরুমে মরনোত্তর বীমা দাবির চেক বিতরণে নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেন্দু কুমার দেবের সভাপতিত্বে ও ন্যাশনাল লাইফের জৈন্তাপুর ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়কলস ইউপি সদস্য মাসুদ মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্সের সিলেট এরিয়া -৯ এর সহকারী ভাইস প্রেসিডেন্ট নুরুল আলম পাটোয়ারী। স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফের দিরাই উপজেলার কো-অর্ডিনেটর মোঃ সাবাজ মিয়া ও ন্যাশনাল লাইফের নোয়াখালী বাজার ব্রাঞ্চ ম্যানেজার শাহিন মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিরাই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, ন্যাশনাল লাইফের সুনামগঞ্জ জেলা সহকারী রিজিওনাল ইনচার্জ মনোরঞ্জন সরকার, ন্যাশনাল লাইফের কোম্পানিগঞ্জের কো-অর্ডিনেটর আলী আরাফাত, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন জাকির, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ডাঃ আলা উদ্দিন,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা ও নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জিএম সাজ্জাদুর রহমান, জেলা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সাবেক মেম্বার নুর আহমদ প্রমুখ।
আলোচনা সভার পরবর্তীতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ‘জনবীমা’র গ্রাহক নোয়াখালীর রাহেল মিয়া সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করায় তার নমিনি হিসেবে তার স্ত্রী শিবলী বেগমের হাতে জনবীমার ৯২ হাজার ৮০০ শত টাকার মরনোত্তর চেক তুলে দেন অতিথি বৃন্দ।