স্টাফ রির্পোটার : দক্ষিণ সুনামগঞ্জে সম্মিলিত উদ্দ্যোগে নীরবে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সকলের অংশীদারিত্বে স্বাবলম্বী হওয়ার কর্মমুখী সামাজিক সংগঠনের “নিরব বিপ্লব“ গঠন সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় শান্তিগঞ্জ বাজার¯হ ¯হানীয় সোহেল কমিউনিটি সেন্টারে সংগঠনের আহবায়ক যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার আনেয়ার হোসেন এর সভাপতিত্বে, এস এম রাবেদের সঞ্চালনায় গঠনমূলক সভায় বক্তব্য রাখেন জাতীয় দৈনিক আমার কাগজ এর সিলেট ব্যুরো চীফ মোঃ খালেদ আহমদ, পল্লী বিদ্যুতের এরিয়া পরিচালক ফরিদুর রহমান ফরিদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এড. হেলিনা আক্তার ,দরগাপাশা ইউপি’র সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর, সমাজসেবক ইরান উদ্দিন, মোয়াজ্জেম হোসেন, ব্যবসায়ী মহির উদ্দিন, মানবাধিকাকর্মী মোঃ আবু সঈদ, ব্যবসায়ী শাহীন আহমদ, সমাজকর্মী ফারুক আহমদ, মহিম উদ্দিন, কামাল পারভেজ সাজন, হিউম্যান রাইটস জেলা শাখার মোঃ নজরুল ইসলাম, জিয়াউর রহমান, মুরাদ চৌধুরী।
আলোচনার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলনা মোঃ এনামুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন সালিশ ব্যক্তিত্ব মনসুর আলম, মইনুল ইসলাম, হিউম্যান রাইটস জেলা শাখার প্রদীপ দাশ, ইউপি সদস্য আশরাফ আলী, সাবেক ইউপি সদস্য আপ্তাব আলী, সমাজকর্মী আমিরুল ইসলাম, মোঃ সুফি মিয়া, জিয়া উদ্দিন, দিদার চৌধুরী, দলিল লিখক গোলাম রব্বানী, ছয়ফুল আলম, আব্দুল লতিফ ,মতিউর রহমান, ইমরুল হক, ময়না মিয়া, মনোহর আলী, মিনহাজ উদ্দিন পল্লব, আবিদ উদ্দিন, সামিয়া আক্তার, ছালেহা বেগম, ফয়জুল করিম, জুনায়েদ, মকবুল হোসেন, হাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের ইজহারুজ্জামান, মোর্শেদ আহমদ হৃদয়, জনি সহ প্রমুখ