আহতরা হলেন হরিপুর গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে নানু মিয়া (৩০), নুর মালিকের ছেলে আবুল (১৮), হাজী আব্দুর রহমান ফকির মেম্বারের ছেলে নজরুল ইসলাম,মৃত সমুজ আলীর ছেলে আকবর আলী (৪২), মৃত ফয়জুল হকের ছেলে নুর মালিক (৪৫), মৃত শের আলীর ছেলে শাহাব উদ্দিন (৩২), উস্তার আলীর ছেলে মুসা মিয়া (৩০), মৃত আতাউর রহমানের ছেলে জিয়াউর রহমান (৩২), মুক্তিযোদ্ধা আ: মতিনের ছেলে আইবুর রহমান (২৫)। তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকাল ১০ টায় হরিপুর গ্রামের তালেব আলী ও ফকির মেম্বারের লোকজনদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ফকির মেম্বারের পক্ষের এক নারী ঘটনাস্থলেই নিহত হন । আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ হরিপুর গ্রামে অভিযান পরিচালনা করে এ পর্যন্ত ৫ ব্যক্তিকে আটক করেছে।
এব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহত নারীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।