শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে দুর্বৃত্তের বিষ প্রয়োগে ১৫ হাজার পোনামাছ নিধন

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ২৮০ বার

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে দুর্বৃত্ত কর্তৃক রাতের আধারে বিষ প্রয়োগে একটি পুকুরের বিভিন্ন প্রজাতির প্রায় ১৫ হাজার পোনামাছ নিধন করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা জয়কলস ইউনিয়নের গাগলী কাইচমার মুড়া স-মিল সংলগ্ন আব্দুল মালিকের মাছ চাষকৃত পুকুরে।

প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়,দীর্ঘদিন যাবত তাদের মালিকানাধীন ২ কিদার জমিতে মৎস্য চাষ করে আসছেন। বিগত ১৫ দিন আগে নতুনভাবে বিভিন্ন প্রজাতির ৪০ কেজি প্রায় ১৫ হাজার পোনামাছ অবমুক্ত করা হয়। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে মাছের খাবার দেওয়ার পর রক্ষনাবেক্ষণকারী ফখরুজ্জামান বাড়ীতে চলে
যান। ঐদিন রাতের আধারে অজ্ঞাতনামা কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে চলে যায়।

পরদিন সকালে পুকুরের চতুর্দিকে হাজার হাজার পোনামাছ মরে ভেসে উঠতে দেখে ও একটি বিষের প্যাকেট ভাসতে দেখে এলাকাবাসীকে দেখিয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন আব্দুল মালিকের ছেলে সাহেদ রহমান।

এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ