সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে ডুংরিয়া সমাজকল্যাণ পরিষদের পুরস্কার বিতরণী সম্পন্ন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮
  • ৬১০ বার

বিশেষ প্রতিনিধি :
“ফুলের মত ফুটবো মোরা আলোর ন্যায় ছুটবো,জ্ঞানের আলো সাথে দেশটাকে গড়বো”। এই প্রত্যয়কে সামনে রেখে ডুংরিয়া মহিলা মাদ্রাসা প্রাঙ্গনে “ডুংরিয়া সমাজকল্যাণ পরিষদ” আয়োজন করে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০১৮। ৬ মার্চ বিকাল ২ ঘটিকায় সাধারণ সম্পাদক মুহাম্মদ সুলতান আহমদের সভাপতিত্বে সহ-প্রচার সম্পাদক আবুল কাসেমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি উপস্থিত ছিলেন ডুংরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়েরর অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জনাব আব্দুস শহীদ। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী মো:আজির উদ্দিন,জনাব মাও:মিজানুর রাহমান, সমাজ কল্যাণ পরিষদের সদস্য হেলাল আহমদ,সদস্য মাজহারুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
বিভিন্ন বোর্ডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বৃহত্তর ডুংরিয়ার নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের বিগত বার্ষিক পরীক্ষায় সকল শ্রেণির প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীকে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল ডুংরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জনাব আব্দুস শহীদ স্যারকে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে সম্মাননা স্মারক প্রদান করা হয়।যুক্তরাষ্ট্র প্রবাসী আজির উদ্দিনকেও সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে সম্মননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে আব্দুস শহীদ স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। সবশেষে সভাপতির বক্তব্যে জনাব সুলতান আহমদ সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী জনাব রুহুল আমীন ও জনাব মনোয়ার হোসাইনসহ সকল প্রবাসীদের জন্য দোয়া মঙ্গল কামনা করে সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী,শুভানুধ্যায়ী সর্বোপরি গ্রামবাসীকে ধন্যবাদ প্রদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ