স্টাফ রিপোর্টার :: গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে দক্ষিণ সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ডুংরিয়া গ্রামে জাতীয় খেলা কাবাডি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় ডুংরিয়া গ্রাম বাসীর উদ্যোগে ডুংরিয়া বাজারের পশ্চিমের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। দাওয়াতি খেলায় অংশগ্রহণ করে সুনামগঞ্জ সদর থানার মদনপুর, জগজীবনপুর গ্রামের খেলোয়ারবৃন্দ। খেলায় হাজারো মানুষের উপস্থিতি প্রানবন্ত হয়ে উঠে খেলার মাঠ। খেলা দেখায় বিপুল সংখ্যাক দর্শকের সমাগম ঘটে।
খেলায় উপস্থিত থাকা এক বৃদ্ধ বলেন,আজকাল কাবাডি খেলা হয়না বললেই চলে,তবে আগেকার দিনে এই কাবাডি খেলা প্রত্যেক গ্রামে গ্রামে অনুষ্ঠিত হতো। তিনি বলেন,আজ খেলা দেখতে এসে অনেক ভালো লাগলো,মনে হচ্ছে যেন পুরনো দিনের স্মৃতি ফিরে পেয়েছি।