রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে চায়ের দোকানদারসহ করোনা আক্রান্ত আরও ২ জন

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৬৩৩ বার
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দক্ষিণ  উপজেলায় প্রাণঘাতি করোনা ভাইরাসে আরও দু’জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামের (২৬)। তিনি পেশায় চায়ের দোকানদার৷ স্থানীয় পাগলা বাজারে তার চায়ের দোকান রয়েছে। অপর আরেকজন উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের উমেদ নগর গ্রামের(৩৬)। তিনি একজন প্রবাসী। ছুটি কাটিয়ে আবারো প্রবাসে যাওয়ার জন্য নমুনা টেস্ট করালে তার রিপোর্ট করোনা পজেটিভ আসে।

এই নিয়ে এ উপজেলায় করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এবং শনাক্ত সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৪ জনে।

মঙ্গলবার (২৩ জুন ) দিবাগত রাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন।

তিনি জানান, নতুন আক্রান্তদের করোনা ভাইরাসে সংক্রমণের উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে  সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবির) ল্যাবে পাঠানো হলে আজ দু’জনের রিপোর্টে পজিটিভ আসে। নতুন আক্রান্তকে তার নিজ বাসস্থানেই আইসোলেশনে রাখা হবে। পরবর্তীতে অবস্থা বুঝে হাসপাতাল আইসোলেশনে নেয়ার ব্যবস্থা করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ