নিজস্ব সংবাদদাতা:: জেলার দক্ষিণ সুনামগঞ্জে গ্রাম উন্নয়ন কর্মীদের দায়িত্ব ও কর্তব্য সংক্রান্ত করণীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলা সমবায় অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা সমবায় অফিসার ন্দন দত্তের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো:নুরুল হক, সমবায় অফিসের নূর আহমদ, গ্রাম উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি জুবেল আহমদ, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, গ্রাম উন্নয়ন সমিতির আফরোজ মিয়া, মেম্বার সাইদুর রহমান, জুসেল মিয়া, সদরুল ইসলাম, রিংকু দাস ও ফারুক আহমদ প্রমুখ
এরপর দুপুরে সমবায় অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে এডিস মশা নির্মূলে করণীয় ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।