সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৪৭ পূর্বাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে গণস্বাস্থ্য কেন্দ্রের ফ্রি মেডিকেল ক্যাম্প

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯
  • ২৭২ বার

নিজস্ব সংবাদদাতা ::গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ও পাগলা গনস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে বন্যা কবলিত হাওরাঞ্চলের হতদরিদ্র মানুষের স্বাস্থ্য সেবার সুযোগ সুবিধা নিশ্চিতকরণের লক্ষ্যে দক্ষিণ সুনামগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অত্র এলাকার কয়েকটি গ্রামের হতদরিদ্র রোগীদের মধ্যে গনস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ও এমবিএিস ডাক্তার দারা প্রায় ৫শত জন রোগীকে ফ্রি চিকিৎসা, বিনামূল্যে ঔষধ, খাবার স্যালাইন ও শুকনো খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: বুলবুল আহমদ, ডা: সায়েদা নাফিসা, ডা: দিপংকর, ফিজিওথেরাপিষ্ট শিপন আহমদ,মাহফুজা আক্তার, লাভলী আক্তার, স্বাস্থ সেবিকা মুবিনা আক্তার, ইয়াসমিন ফারহানা, সুমি আক্তার, জাহেদা বেগম, রিজু, সীমা, রফিক।

সার্বিক তত্ত্ববধানে উপস্থিত ছিলেন সমাজকর্মী এনামুল করিম, পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার নজরুল ইসলাম।

এর আগে উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াগাঁও, কামরুপদলং ও আসামপুর গ্রামের প্রায় ১ হাজার ২ শত জন বন্যাকবলিত হতদরিদ্র রোগীদেরকে বিনামূল্যে ঔষধ, খাবার স্যালাইন ও শুকনো খাবার সহ ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ