শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে কৃষকের পাঁকা ধান কেটে দিলো ছাত্রলীগ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ২৯৭ বার

স্টাফ রিপোর্টার:: 

কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (২২ এপ্রিল) উপজেলার জয়কলস ইউনিয়নের সুলতানপুর গ্রামের কৃষক মঈন উদ্দিনের জমির ধান কেটে ঘরে তুলে দেন তারা।

জানা যায়, বর্তমান বৈশ্বিক মহামারী করোনা ভাইসারাসের কারণে কৃষক মঈন উদ্দিন লোক না পেয়ে ধান কাটতে পারছিলেন না। এদিকে কালবৈশাখীর আশঙ্কা। এই খবর পেয়ে সেখানে ছুটে যান উপজেলার ছাত্রলীগের নেতৃবৃন্দরা। উপজেলা নেতাকর্মীদের উদ্যোগে ছাত্রলীগের নেতাকর্মী ধান কেটে ঘরে তুলে দেন।
এসময় ধান কাটায় অংশ নেন, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মইনুল, জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পাবেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, সহ-সভাপতি আল- মাহমুদ সুহেল, সহ-সভাপতি ইজহারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সমিরণ দাস সুবীর, দপ্তর সম্পাদক জুয়েল দাস, ছাত্রলীগ নেতা সাদিকুল ইসলাম নাহিদ, শাহজাহান মিয়া, শাহিদ মিয়া সহ প্রমুখ।

ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, করোনা পরিস্থিতিতে জাতি এক ধরনের ক্রান্তিকাল পার করছে। এ পরিস্থিতির মধ‌্যেই বেশিরভাগ মাঠে ধান পেকে গেছে। শ্রমিক সঙ্কটে চাষীরা ধান কেটে ঘরে ওঠাতে পারছেন না। তাই কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের নির্দেশনায় ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাশ্রমে গরিব, হত দরিদ্র ও বর্গা চাষীদের পাকা ধান কেটে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এটা চলমান থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ