নিজস্ব প্রতিবেদক,ছায়াদ হোসেন সবুজ:: কৃষকদের জন্য ভারী বর্ষনের সতর্কতা, দক্ষিণ সুনামগঞ্জে কৃষকদের দ্রুত ধান কাটার আহ্বান। হাওরের জেলা সুনামগঞ্জে ধানই প্রধান সম্পদ, ধান পেলেই সবচেয়ে বেশি খুশি এই জেলার মানুষ। তাই প্রধান সম্পদ ধান সংগ্রহ করার জন্য সবাই এখন ব্যস্ত। এবার ভালভাবেই চলছে ধান কাটা, কিন্তু হঠাৎ করে সুনামগঞ্জের হাওরের কৃষকদের দ্রুত ধান কাটার জন্য সর্তকবার্তা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী খুশী মোহন সরকার স্বাক্ষরিত সর্তকবার্তায় বলা হয়েছে, বাংলাদেশ পানি উন্নয়ণ বোর্ড কতৃক প্রাপ্ত তথ্য অনুযায়ী বন্যা পুর্নবাসন ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী ৩০ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘন্টা সুনামগঞ্জ জেলায় মাঝারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে ২৫০ মিমি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে নদ নদীর পানি বৃদ্ধি ও আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও অধিক বৃষ্টিপাতের ফলে হাওরের পাকা ধানের ক্ষতি হতে পারে। বিষয়টি উপজেলার প্রতিটি মসজিদে মাইকের মাধ্যমে জনগণকে সর্তক করতে বলা হয়। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ পানি উন্নয়ন বোর্ড থেকে ভারী বর্ষনের সর্তকবার্তার চিঠি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, চিঠি পাওয়ার পর থেকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার হাওরের কৃষকদেরকে বিষয়টি অবহিত করতে কার্যক্রম শুরু করেছি। এবং উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন চেয়ারম্যানদের বিষয়টি অবহিত করা হয়েছে। তারই সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কাজ দ্রুত চলছে, এছাড়াও হাওর এলাকায় দ্রুত ধান কাটার জন্য কৃষকদেরকে উদ্ধুদ্ধ করতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে।