স্টাফ রিপোর্টার ::
দক্ষিণ সুনামগঞ্জ প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃর্তি শিক্ষার্থীদের মেধা স্মারক সংবর্ধনা সভা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর-১২:৩০ ঘটিকায় উপজেলার ডি কে সি আর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দে যৌথ আয়োজনে ২০১৭ ইং সনে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মেধা স্মারক সংবর্ধনা সভা ও মা সমাবেশে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অরুন দত্তের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ বজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল বারেক, জয়নগর বাজার হাজী গণি বক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃলিলু মিয়া চৌধুরী, বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ মো.শাহেদ হোসেন, অত্র বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক ডলী মজুমদার।
সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার দাস। সভায় বক্তারা- মিড- ডে- মিলের গুরুত্ব বর্ননা করেন এবং শতভাগ মিড- ডে- মিল চালু করার জন্য অভিভাবকদের অনুরোধ জানান। আলোচনা সভা শেষে অত্র বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী নাদের হোসেন তাশীম, বিধান চন্দ দত্ত, ফাতেমা আক্তার, সালেহা খাতুন সিদ্দিকা এবং চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মোঃ শহীদুল ইসলাম কে সংবর্ধনা ক্রেস্ট প্রদান এবং বিদ্যালয়ের বিদায়ি শিক্ষিকা ডলী মজুমদারকে অনুষ্টানিকভাবে বিদায় জানানো হয়।
এসময় উপস্হিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হেলেনা আক্তার, আলপনা তালুকদার, অভিভাবক বিউটি আক্তার, আজমত আলী সহ ছাত্র/ছাত্রীর অভিভাবকবৃন্দ, ছাত্র/ছাত্রীবৃন্দ,শিক্ষকবৃন্দ ও সুশীল সমাজের লোকজন প্রমুখ।