স্টাফ রিপোর্টার :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কাজী সমিতির আয়োজনে, উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বিবাহ ও তালাক রেজিষ্ট্রার কাজী মোঃ নুরুল হকের মাতা আস্তুরা বিবি, পাথারিয়া ইউনিয়নের বিবাহ ও তালাক রেজিষ্ট্রার কাজী মাওলানা আব্দুল আলীর মাতা ইমরানা বেগম ও পশ্চিম বীরগাও ইউনিয়নের বিবাহ ও তালাক রেজিষ্ট্রার কাজী মাওলানা শায়খুল ইসলামের কলেজে পড়ুয়া ছেলে উমর আহমদ’র অকাল মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪টায় উপজেলার জয়কলস ইউনিয়নের বিবাহ ও তালাক রেজিষ্ট্রার কার্যালয় শান্তিগঞ্জ বাজারে, উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আইয়ূব আলীর সভাপতিত্বে, জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা জমিরুল ইসলাম মমতাজের পরিচালনায়-প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিষ্ট্রার সমিতির যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা আব্দুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিভাগীয় ম্যারিজ রেজিষ্ট্রার সমিতির সহ প্রচার সম্পাদক ও জেলা কাজী সমিতির প্রচার সম্পাদক কাজী মাওলানা আবুনুর মোঃ নুরুল আজিজ চৌধুরী।
এ সময় আরও বক্তব্য রাখেন- উপজেলা কাজী সমিতির অর্থ সম্পাদক কাজী মাওলানা রফিকুল ইসলাম, সদস্য কাজী মাওলানা মফিদুর রহমান, কাজী মাওলানা আব্দুল আলী, কাজী মোঃ নুরুল হক প্রমূখ। আলোচনা সভা শেষে মরহুমা আস্তুরা বিবি, ইমরানা বেগম, কলেজ পড়ুয়া ছেলে উমর আহমদ ও সুনামগঞ্জ জেলার সাবেক কাজী সমিতির সভাপতি ও পৌর সভার (ষোলঘরের বড় কাজী) (অবঃ) বিবাহ ও তালাক রেজিষ্ট্রার হাফেজ মাওলানা আব্দুল্লাহ (রঃ) এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তিনি সহ সকল মুরদেগানের জন্য মোনাজাত করা হয়, পাশা- পাশি সকল বিমারী সহ পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের ব্যক্তিগত রাজনৈনিক সচিব হাসনাত হোসেনের মাতার সুস্থ্যতার জন্য মোনাজাত করেন- বিভাগী ম্যারিজ রেজিষ্ট্রার সমিতির যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা আব্দুস সামাদ।