স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের দক্ষিণ উপজেলায় প্রাণঘাতি করোনা ভাইরাসে আরও ৩ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের একজন সুনামগঞ্জ সদরের নতুন পাড়ার বাসিন্দা ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের আউটসোর্সিংকর্মী হিসেবে কর্মরত(৩৩)। অপর ২ জনও সুনামগঞ্জ সদর উপজেলার হাসন নগরের বাসিন্দা হলে চাকুরী সুুু্ত্রে দক্ষিণ সুনামগঞ্জেই বসবাস করতেন। যাদের বয়স যথাক্রমে ৬৯,১২। জানা যায়, তাদের এক ব্যাংক কর্মকর্তা আত্মীয়ের করোনা পজেটিভ এলে তার সংস্পর্শে আশায় তাদের নমুনা নেয়া হলে রিপোর্ট করোনা পজেটিভ আসে।
এই নিয়ে এ উপজেলায় করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এখন উপজেলায় শনাক্ত সংখ্যা বেড়ে দাঁড়াল ৭০ জনে।
রবিবার (২৮জুন ) দিবাগত রাত ১২ টায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন। তিনি বলেন, নতুন আক্রান্তদের তাদের নিজ বাসস্থানেই আইসোলেশনে রাখা হবে। পরবর্তীতে অবস্থা বুঝে হাসপাতাল আইসোলেশনে নেয়ার ব্যবস্থা করা হবে।