রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে এসএসসিতে পাসের হার ৮২, মাদ্রাসাতেও ৮২

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ২৯৬ বার

নিজস্ব প্রতিবেদক::  এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় দক্ষিণ সুনামগঞ্জে পাসের হার ৮২.০৩ শতাংশ।

এসএসসিতে উপজেলার মোট ১৬টি স্কুলের ১৩১৯ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে পাস করেছে ১০৬০জন, জিপিএ ৫ পেয়েছে মাত্র ১৩ জন। ১৬ টি বিদ্যালয়ের মধ্যে ডুংরিয়া হাই স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ০৩ জন, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ০২ জন,জেবিবি উচ্চ বিদ্যালয় থেকে ০১ জন,পাগলা সরকারি মডেল হাই স্কুল এন্ড কলেজ থেকে ০৪ জন, আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় থেকে ০৩ জন।

মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৬টি মাদ্রাসার ১৪৭ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১২১ জন। এতে পাশের হার ৮২.৩১ শতাংশ । এর মধ্যে আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় শতভাগ সাফল্য অর্জন করেছে।

এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী জানান, এবারের ফলাফল গতবছরের চেয়ে তুলনামূলকভাবে ভালো হয়েছে । জিপিএ ৫ এর সংখ্যাও বেশি। আশাকরি এই সাফল্য আগামীতেও অব্যাহত থাকবে।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী বলেন, এবারের পরীক্ষার ফলাফল ভালো হয়েছে, তবে এই ধারা আগামীতেও অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ