স্টাফ রিপোর্টার:: এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় দক্ষিণ সুনামগঞ্জে পাশের হার ৮৩.৬৬ শতাংশ।
এসএসসিতে উপজেলার মোট ১৫ টি স্কুলের ১৩৮১ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছে ১১৭৭ জন, জিপিএ ৫ পেয়েছে মাত্র ১৭ জন।
মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৬টি মাদ্রাসার ২৪০জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৮৯ জন। এতে পাশের হার ৭৮.৭৫ শতাংশ ।
দক্ষিণ সুনামগঞ্জে ফলাফলের দিকে প্রথম স্থান অর্জন করেছে গাগলী নারায়নপুর উচ্চ বিদ্যালয় ও ২য় স্থানে আছে ইশাকপুর উচ্চ বিদ্যালয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ জানান, এবারের ফলাফল গতবছরের চেয়ে তুলনামূলকভাবে ভালো। আশা করছি আগামীতে আরও ভালো ফলাফল আসবে।