স্টাফ রিপোর্টার :
শনিবার বেলা ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ৪র্থ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ১তলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান বলেন, আমরা কারো গোলাম নই,আমরা স্বাধীন ভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। শেখ হাসিনা সব সময় ভাটি বাংলা ও গরীব মানুষের উন্নয়নের কথা চিন্তা করেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। তিনি আরও বলেন,দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছে। দেশে উন্নয়নের মহোৎসব চলছে। শিক্ষা, স্বাস্থ্য,যোগাযোগ বিদ্যুৎ সকল ক্ষেত্রে আওয়ামী লীগ ব্যাপক উন্নয়ন করেছে। খালেদা জিয়া ক্ষমতায় থাকাবস্থায় কমিউনিটি ক্লিনিক বন্ধ ছিল,আমরা ক্ষমতায় এসে বন্ধ ক্লিনিক চালু করেছি। শেখ হাসিনা সরকারের উন্নয়নে ওরা বাধা দিতে চায়। দেশে ইসলামের নামে জঙ্গি সৃষ্টি করে অরাজকতা সৃষ্টি করতে চায়। তাই সজাগ থাকতে হবে। তিনি বলেন,আগামী কয়েকদিনের মধ্যে আমার নির্বাচনী এলাকার প্রতিটি মানুষের ঘর বিদ্যুতের আলোয় আলোকিত হবে। সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একনেকে পাশ হয়েছে। নির্মাণের জন্য এখন প্রক্রিয়া শুরু হয়েছে। জায়গা অধিগ্রহণ শেষ,দরপত্র আহ্বান করা হবে। সেই সাথে সুনামগঞ্জ মেডিকেল কলেজ,সুনামগঞ্জ নার্সিং ইনস্টিটিউট,সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট নির্মাণের কাজও অনেকটা এগিয়ে গেছে।
নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জি এম সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.নজিবুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.হারুন অর রশীদ,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি তহুর আলী,সহ-সভাপতি মাও.আব্দুল কাইয়ূম,সাধারণ স¤পাদক আতাউর রহমান,সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত সুজন,জেলা পরিষদের সদস্য মো.জহিরুল ইসলাম জহির,জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মাসুদ মিয়া,পুর্বপাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রফিক খান,শিমুলবাক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদ মিয়া,দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী,বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেন্দু কুমার দেব,সহ মৌলভী আব্দুল গফফার নোমান,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো.নূর আহমদ,বিশিষ্ট মুরুব্বী আলকাব উদ্দীন, আব্দুল মতলিব,পাথারিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম,জীবদ্বারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ,জেলা কৃষক লীগ সদস্য জাহাঙ্গীর আলম,উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ফয়জুর রহমান,উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বুরহান উদ্দীন দোলন, সহ সভাপতি জুবেল আহমদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন,জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন,উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.রয়েল আহমদ প্রমুখ। এর আগে সাড়ে ১০টায় এলজিইডির আওতায় প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্মাণাধীন নোয়াখালী-জামলাবাজ ব্রিজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী এম এ মান্নান। সকাল ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন অর্থ ও প্রতিমন্ত্রী এম এ মান্নান। পরে বিকাল ৩টায় ইনাথনগর,নবীনগর,ইসলামপুর,ব্রাহ্মণগাও,শত্রুমর্দন,রসুলপুর,গ্রামে বিদ্যুতায়ন সংযোগ উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।