মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯
  • ৬৪৬ বার

মোঃআবু সঈদ:: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার দলীয় প্রতীকে প্রথমবারের মতো সারা দেশে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী মার্চ মাসে করতে চায় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। ফেব্রুয়ারীর প্রথম দিকেই তফসিল ঘোষণা হবে এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে বসেছেন। প্রার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকেও শুরু হয়েছে জোর প্রচার-প্রচারণা।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান এমন প্রার্থীগণ উপজেলাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছেন। সেই সাথে শুরু হয়েছে দলীয় মনোনয়নের জন্য উপর মহলের সাথে যোগাযোগ। তারা সবাই আশাবাদী এবার রাজনীতিতে সক্রিয় ও দলের জন্য নিবেদিত প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে। আওয়ামীলীগ প্রার্থীরা নির্বাচনের জন্য নিশ্চিত কিন্তু বিএনপি প্রার্থীরা প্রচারণা চালালেও দলের সিদ্ধান্তের উপর নির্ভর করবে অনেকটাই।

উপজেলায় চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রচারণায় অনেক প্রার্থীরা তাদের মতামত ব্যক্ত করছেন। উপজেলা আওয়ামীলীগ এর ৮ জন প্রার্থীর প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। তারা হলেন- বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম, উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট বুরহান ঊদ্দিন দোলন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জেলা কমিটির সদস্য পশ্চিম পাগলা ইউপি’র সাবেক চেয়ারম্যান রেজাউল আলম নিক্কু, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ বশির উদ্দিন, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহুর।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ৩ জন। তারা হলেন-সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, জেলা ষুবদলের সভাপতি আনছার উদ্দিন, যুবদল নেতা আবুল কাশেম নাঈম। তাছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা পাভেল আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোছাঃ রুবিনা বেগম সহ অনেকেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ