মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর বাংলা নববর্ষ উদযাপন

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮
  • ৬৪৮ বার

নিজস্ব প্রতিবেদক, ছায়াদ হোসেন সবুজ:: পহেলা বৈশাখ বাঙালী অভিন্ন সংস্কৃতির অনন্য উৎসব। বাঙ্গালীর হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। ঋতু বৈচিত্র্য ও আর্ত সামাজিক জীবন যাত্রার উপর ভিত্তি করে তার কৃষ্টি ও ঐতিহ্য গড়ে উঠে। বর্ষবরণ বাঙ্গালীর ঐতিহ্যের প্রাণবন্ত উৎসব হিসেবে পালিত হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের কাছে। প্রতিবছরের ন্যায় এবারো প্রানের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করেছে দক্ষিণ সুনামগঞ্জ উদীচী শিল্পীগোষ্ঠী, শনিবার দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজার মাহবুবা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা সংসদের বর্ষবরণ ১৪২৫ বাংলা অনুষ্ঠান উদযাপিত হয়েছে।  প্রথমে মঙ্গল শোভাযাত্রা করা হয় মঙ্গল শোভাযাত্রাটি দক্ষিণ সুনামগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান স্থলে পৌছে। তারপর জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ার পরপরই, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এবং যৌন ও নিপীড়ন বিরুধী শপথ বাক্য পাঠ করা হয়, সবাইকে উক্ত সমাজ ও রাষ্ট্র বিরুধী কাজের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান করা হয়, উক্ত শপথ বাক্য পাঠ করান প্রভাষক এনামুল কবির, পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সংগঠনের সভাপতি শ্যামল দেবের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায়, আলোচনা সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীগের দপ্তর সম্পাদক বাবু দিলীপ কুমার, দক্ষিন সুনামগঞ্জ সুজনের সভাপতি রাধিকা রঞ্জন তালুকদার, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বিনয় ভোষন তালুকদার, সংবাদকর্মী আবু সাইদ, উপস্থিত ছিলেন ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক ফয়সল আহমেদ, আরও উপস্থিত ছিলেন, মান্না, বুদ্ধ, সবুজ, রাজিব, রুমন, বেলাল, অন্তু, উজ্জল, আবুল কাশেম প্রমুখ, আলোচনার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অায়োজন করা হয়, উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের সঙ্গীত বিভাগের শিল্পীদের পরিবেশনায় দলীয় সংগীত, আবৃত্তি বিভাগের শিল্পীদের পরিবেশনায় দলীয় আবৃত্তি, দামাইল ইতাদি পরিবেশন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ