ডেস্ক রিপোর্ট :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের শিবপুর গ্রামে সরকারি কমিউনিটি ক্লিনিক ও সদরপুর সরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন ইউনিসেফ বাংলাদেশের চিফ অফ ফিল্ড সার্ভিস সায়রোজ মাউজি।
বৃহঃ বেলা ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের শিবপুর সরকারি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন তিনি। এসময় চিকিৎসা সেবা নিতে আসা গ্রামের মহিলাদের সাথে কথা বলেন সায়রোজ মাউজি।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিসেফ সিলেট অঞ্চলের চিফ অফ ফিল্ড অফিসার কাজী দিল আফরোজা ইসলাম, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মোজাম্মেল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মফিজুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক বিনয়ভূষণ চক্রবর্তী, পুষ্টিবিদ মাহবুবুল আলম, এফআইভিডিবির কমিউনিটি মবিলাইজেশন অফিসার হানিফ আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি তহুর আলী, জেলা কৃষক লীগ সদস্য মাসুক আহমদ, ইউপি সদস্য আব্দুল বাতিন প্রমুখ। পরে দুপুর ১২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সদরপুর সরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।