বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে আসছেন বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী মানুনুল হক  

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৩৫২ বার
নিজস্ব প্রতিবেদক::  
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের হুমকিদাতা হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মামুনুল হকের আগমনকে কেন্দ্র করে দক্ষিণ সুনামগঞ্জে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
বিতর্কিত এই হেফাজত নেতা আগামী ৪ ফেব্রুয়ারী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের ধরমপুর খাদিমুল কুরআন পরিষদের ৩য় বার্ষিক মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জানিয়ে প্রচারণা চালাচ্ছে সম্মেলন আয়োজক কমিটি।
বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে আক্রমণাত্মক ভাষায় বক্তৃতা দেওয়ার পর এ নিয়ে মামুনুল হকের বিরুদ্ধে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের রাষ্ট্রদ্রোহিতার মামলার আবেদন আদালতে উপস্থাপিত হয়েছে।
দিলোয়ার হোসেন নামের ধরমপুর খাদিমুল কুরআন পরিষদের একজন বলেন, আমরা ২ বছর আগে দাওয়াত দিয়েছি। যখন দাওয়াত দিয়েছি তখন এ ইস্যু ছিলনা৷ মামুনুল হক আসবেন কিনা তা এখনো কনফার্ম না।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, আমরা মাহফিল কমিটিকে বলেছি বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী হেফাজত নেতা মামুনুলকে দক্ষিণ সুনামগঞ্জে আনা যাবে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ