স্টাফ রিপোর্টার:: দক্ষিণ সুনামগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জস্থ এম এ মান্নান হিজল বাড়িতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী তহুর আলীর সভাপতিত্বে, অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির ব্যক্তিগত রাজনৈনিক সচিব মোঃ হাসনাত হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুর রহমান সিরাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রেজাউল করিম নিক্কু, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম, সহ-সভাপতি ও জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দীন, পুর্বপাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল হক, পশ্চিম বীরগাঁও ইউনিয় পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, পুর্ববীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুর কালাম, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক খান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, সাবেক সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ মোঃ তেরাব আলী, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিতাংশু শেখর ধর, জেলা মুক্তযোদ্ধা কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিকস¤পাদক আব্দুল বাছিত সুজন, ইকবাল হোসেন, সহ-প্রচার স¤পাদক সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, আব্দুল হাই জায়গীরদার রাজ, বাংলাদেশ খেলাফত মজিলস উপজেলা শাখার সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মাওলানা ছমির উদ্দীন সালেহ, উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট বুরহান উদ্দীন দোলন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নুর হোসেন, সহ-সভাপতি রাজা মিয়া, লিয়াকত আলী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক লীগের আহবায়ক ফয়জুর রহমান।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডের সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধীর কুমার তালুকদার, আওয়ামী লীগ নেতা হাজী ফখরু মিয়া, মাস্টার ইলিয়াছ আলী, উপজেলার পুর্বপাগলা আওয়ামী লীগের সভাপতি মজিদুর রহমান মধু, সাধারণ সম্পাদক ফয়জুল করিম, উপজেলা যুবলীগ নেতা শহীদুল ইসলাম, সামছুল ইসলাম, বাবুল আহমদ, মাসুক পারভেজ, ফরিদ আহমদ, রিপন আহমদ, ইউপি সদস্য মিজানুর রহমান, ইউপি সদস্যা কবিতা রাণী দাস, নারীনেত্রী তৈয়বুন নেছা প্রমূখ।
বক্তারা বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই মিলে আগামি ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে সুনামগঞ্জ-৩ আসনের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে জাতীয় মহান সংসদে পাঠাতে হবে।