বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রাণী তালুকদার, এস আই মোঃ আলা উদ্দীন, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার নুরে আলম ছিদ্দিকী, উপজেলা সমবায় অফিসার মাসুদ আহমদ, উপজেলা খাদ্য অফিসার রোমানা আফরোজ, উপজেলা সমাজ সেবা অফিসার তাছলিমা আক্তার লিমা, উপজেলা আনসার বিডিভি অফিসার নিলুফা চৌধুরী, উপজেলা একটি বাড়ী একটি খামার ব্যবস্থাপক রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, উপজেলা সহ শিক্ষা অফিসার মোঃ আব্দুল বারেক, উপজেলা স্যনেটারী অফিসার শহীদ উল-াহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমীন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দীন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পুর্বপাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পুর্ব বীরগাও ইউপি চেয়ারম্যান নুর কালাম, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, সরকারী জয়কলস উজানীগাও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক নজরুল ইসলাম ইসলাম, উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভুষণ চক্রবর্তী, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান এক্য পরিষদের সভাপতি জদীশ দে রানা, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ সহ প্রমূখ।
সভায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের, (পশ্চিমপাড়া) পাল পাড়া সম্প্রদায়ের জমি সংক্রান্ত বিরোধের বিষয় নিয়ে আলোচনা হয়, পাশা-পাশি উপজেলার মধ্যে যে স্থানে মাদকের আস্থানা রয়েছে, সেই স্থানে মাদক দ্রব্য নির্মূলের বিষয়ে আইন শৃংখলা বাহিনীকে নজর দেয়ার জন্য তাগিদ দেয়া প্রদান করা হয়।