স্টাফ রিপোর্টার:: বর্তমান চলমান করোনা পরিস্থিতিতে ধান কাটার শ্রমীক সংকট ও আগাম বন্যার পূর্বাভাস থাকায় পাকা ধান দ্রুত কাটতে নির্দেশন দেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের নুরপুর গ্রামের কৃষক সাদ্দাম হোসেন ও তেরহাল গ্রামের সফর আলীর ২ কেদার জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা।
এসময় ধান কাটা পরিদর্শন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার।
শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আব্দুল গনী ভান্ডারীর নেতৃত্বে
ধান কাটায় অংশ নেন উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক জয়ন্ত তালুকদার পুল্টন, ফরিদ আহমদ, আমির সরকার, সিনিয়র সদস্য মুর্তাজ আলী, শিমুলবাক ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শমসের আলী, সাধারণ সম্পাদক উমর আলী সহ কৃষকলীগ নেতৃবৃন্দ প্রমুখ।