বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাঁকে উন্মুক্ত বাজেট ঘোষণা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮
  • ৩১৫ বার

নিজস্ব প্রতিবেদকঃ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ১০ ঘটিকায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাজেট সভা অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান জিতু এর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট সভায় বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মিতালী তালুকদার।

এনজিও কর্মী হোসেন আহমদের পরিচালনায় উন্মুক্ত বাজেরট সভায় সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাবাজ মিয়া, শিক্ষক হুমায়ূন কবির, এনজিও প্রতিনিধি রেজাউল করিম, ইউপি সদস্য মকবুল হোসেন, আহমদ আলী, লাল মিয়া, মোজাহিদ, সৈয়দ হোসেন, মিজান মিয়া, নুরুল হক, মোঃ হায়াতুল ইসলাম,সদস্যা আছিয়া বেগম, বিলকিছ বেগম, আরজানা বেগম,সুমন তালুকদার সহ প্রমূখ। এবারের বাজেটে আয় ধরা হয়েছে ৬৪ লক্ষ ১৬ হাজার ৫২৪ টাকা, ব্যয় ৬২ লক্ষ ৭৮ হাজার ৭৬১ টাকা এবং উদ্বৃত্ত ১ লক্ষ ৩৭ হাজার ৭৬৩ টাকা।

বাজেট সভায় সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান জিতু জনসাধারণকে নিয়মিত হোল্ডিং ট্যাক্স প্রদানের জন্য ইউনিয়নবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, যে ইউনিয়ন যত বেশী ট্যাক্স আদায় করতে সক্ষম হবে সে ইউনিয়নে সরকারি বরাদ্দ তত বেশি আসবে। কাজেই ইউনিয়নবাসীকে ট্যাক্সের উপর গুরুত্ব অবশ্যই দিতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ