ছায়াদ হুসেন সবুজ:
দক্ষিণ সুনামগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন আগামীকাল মঙ্গলবার। নির্বাচনে স্কুলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জামাল উদ্দিন, আব্দুল অজুদ, আকরামুল, সামসুল ইসলাম (মবু), আব্দুর নুর, জুয়েল আহমেদ, কলেজ শাখার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নজরুল ইসলাম, আব্দুস সুবহান, রিপন মিয়া। অতীতে স্কুলের গভর্নিং বডির নির্বাচন ছিলো সিলেকশন প্রক্রিয়া, এবার তার ব্যত্যয় ঘটলো। সুত্রে জানা যায় এবার স্কুলকে আরও ভালভাবে পরিচালনা করা ও তার সার্বিক উন্নয়নের জন্য এই নির্বচন, মোট ভোট স্কুলে ৬১৩ টি আর কলেজে ৫৩ টি। উক্ত প্রার্থীগণের মধ্যে স্কুল শাখায় ২ জন, কলেজ শাখায় ২ জন নির্বাচিত হবেন। ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, নির্বাচনের জন্য সকল প্রস্তুতি শেষ, এবার আমরা আশাবাদী ভোটাররা যোগ্য প্রার্থীকে নির্বাচনে জয়ি করবেন, এই নির্বাচন খুব গুরুত্বপূর্ন নির্বাচন, এই নির্বাচনে মাধ্যমেই স্কুল কলেজ পরিচালনার জন্য যোগ্য নেতৃত্ব বাছাই করবেন ভোটাররা। এদিকে ডুংরিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শামিম আহমেদ বলেন, আমি মনে করি এই নির্বাচনের মাধ্যমে স্কুল পরিচালনার জন্য আমরা খুব ভাল মানুষ পাব। স্কুলের উন্নয়ন, লেখাপড়ার অবস্থা, স্কুলের সমস্যা এর সবকিছুই সমাধান করা হয় ম্যানেজিং কমিটির মাধ্যমে তাই এই নির্বাচনের গুরুত্ব অনেক। প্রার্থী জামাল উদ্দিনকে জিজ্ঞেস করলে উনি বলেন, ইনশাআল্লাহ আশা করছি আমি নির্বাচনে ভাল ফলাফল পাব, আমি আমার অবস্থান থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখা যাক কি হয়। নির্বাচনকে ঘিরে চলছে প্রচার প্রচারনার উৎসব। উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন অশোক পুরকায়স্থ উপজেলা শিক্ষা অফিসার।