স্টাফ রিপোর্টার::
শান্তিগঞ্জে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরে ঘরে গিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির পক্ষে দিনরাত ত্রাণ বিতরণ করছেন পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন।
বন্যা পরিস্থিতির শুরু থেকেই পরিকল্পনামন্ত্রীর নির্দেশনায় উপজেলার প্রতিটি ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের খোজখবর নেয়ার পাশাপাশি ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন হাসনাত হোসেন৷ দিন ফুরিয়ে রাত হয় তবুও থেমে নেই হাসনাত হোসেন। ছুটে যাচ্ছেন বন্যার্ত মানুষের ঘরে ঘরে৷ এরই ধারাবাহিকতায় শুক্রবার(১ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেছেন হাসনাত হোসেন। এসময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
হাসনাত হোসেনের পাশাপাশি মন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন। তারা বন্যাকবলিত এলাকার ঘরে ঘরে ত্রাণ পৌছে দিয়েছেন। এছাড়াও পরিকল্পনামন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ করেছেন জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে পরিকল্পনামন্ত্রীর পাশাপাশি বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন মন্ত্রীর সহধর্মিণী জুলেখা মান্নান। তিনি বন্যাকবলিতদের জন্য ত্রাণ এবং শিশুদের জন্য ফল পাঠিয়েছেন। বন্যার্তদের ঘরে ঘরে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন।