দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সরকারী ত্রাণ সামগ্রী চাওয়া তাসলিমা বেগম নামে এক বৃদ্ধাকে মারধরের ঘটনা ঘটেছে। উপজেলার আউটশাহী ইউনিয়নে ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের লোকমান শেখের স্ত্রী।
সোমবার তাসলিমা বেগম বলেন, আমি সরকারী সাহায্য আসছে শুনে নুরুল ইসলাম মেম্বারের কাছে গিয়ে তাকে আমার ছবি ও ভোটার কার্ড এগিয়ে দিয়ে আমাকে কিছু সাহায্য দিতে বলি। এ কথা বলার সঙ্গে সঙ্গে মেম্বার আমার বাম গালে জোড়ে একটি থাপ্পড় মারে। এ সময় আমি মাটিতে পড়ে গেলে আমার পিঠেও কয়েকটি চড় থাপ্পড় মারে মেম্বার।
পরে এলাকাবাসী এগিয়ে এসে আমাকে উদ্ধার করে। মেম্বারের থাপ্পড়ের পর আমার কান ও গলা দিয়ে রক্ত বের হয়। এখন আমি বাম কানে কিছু শুনতে পাইনা।
এ ব্যাপারে অভিযুক্ত নুরুল ইসলাম বলেন, আমি বেশ কয়েকবার ওকে ত্রাণ দিয়েছি। বারবার ত্রাণ চেয়ে আমাকে বিরক্ত করে। ত্রাণ দেই আমি আর ও বলে বেড়ায় ওকে সংরক্ষিত মহিলা সদস্য লাইলি বেগম ত্রাণ দিয়েছে।
তিনি বলেন, ওইদিন ও ত্রাণ চেয়ে আমাকে বিরক্ত করছিল। অন্য কারণে আমার মাথাটা একটু গরম ছিল। আমি আস্তে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছি।