শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:২২ অপরাহ্ন

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আগামী সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে: সিদ্দিক আহমদ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৬ আগস্ট, ২০১৮
  • ২৬৫ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:: সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ বলেছেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে আগামী সংসদ নির্বাচনে আবারও নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। তিনি বলেন, সরকারের উন্নয়নের ঈর্ষান্তিত হয়ে এক মহল রাজনীতি মাঠে ব্যর্থ হয়ে এখন নানা মুখী ষড়যন্ত্রের লিপ্ত হয়ে পড়েছে। স্বাধীনতা বিরোধে ওই চক্রের সকল অপচেষ্টা ব্যর্থ করে দিয়ে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারে দেশের সার্বিক উন্নয়নে নিরসল ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার নির্মানের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার জন্য তিনি আহবান জানান।
তিনি রোববার দুপুরে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত ঈদ পূর্ন মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মশিহুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি নুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী জমশেদ আলী, সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির আলী, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর, সাধারন সম্পাদক আলাউদ্দিন, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুন্দর আলী, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু ইসরাইল, পৌর আওয়ামী লীগ নেতা ইউনুস মিয়া, শেখ চমক আলী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম, ফজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক এমদাদ আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, সাংস্কতিক বিষয়ক সম্পাদক আবু জিলানী আবু, যুবলীগ নেতা রমজান আলী ছানা,পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহ রুহেল, ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি তাহা আহমদ
প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ