রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:১৯ অপরাহ্ন

তৃতীয়বারের মতো ইউএনএইচআরসি’র সদস্যপদ জিতল বাংলাদেশ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮
  • ২৩২ বার

অনলাইন ডেস্ক::
১৭৮ ভোট পেয়ে জাতিসংঘের মানবাধিকার সংস্থার (ইউএনএইচআরসি) ২০১৯-২১ মেয়াদের জন্য নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এই নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশ তিনবার (২০০৯-১২, ২০১৫-১৭ এবং ২০১৯-২১) বিজয়ী হলো।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার (১২ অক্টোবর) জাতিসংঘ সাধারণ পরিষদে সদস্য রাষ্ট্রসমূহের সরাসরি ও গোপন ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ১৭৮ ভোট পেয়ে মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়।
জানা গেছে, জেনেভা ভিত্তিক এ সংস্থার এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে সদস্যপদে বাংলাদেশ ছাড়াও নির্বাচন করেছে বাহরাইন, ফিজি, ভারত ও ফিলিপাইন।
সর্বশেষ ২০১৫-১৭ মেয়াদে বাংলাদেশ তৃতীয় সর্বোচ্চ ১৪৯ ভোট পেয়ে সদস্যপদে নির্বাচিত হয়েছিল। সবচেয়ে বেশি ভোট পেয়েছিল ভারত এবং দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিল ইন্দোনেশিয়া এবং ভোটে বাদ পড়েছিল থাইল্যান্ড।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ