মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন

তুরস্কে নির্বাচনের পরই সিরিয়া সংকট সমাধান: এরদোগান

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মার্চ, ২০১৯
  • ৩৮৮ বার

আন্তর্জাতিক ডেস্ক::
তুরস্কের স্থানীয় সরকার নির্বাচনের পরই সিরিয়া সংকট সমাধানের ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
শনিবার ইস্তানবুলে কাগিথান জেলায় নির্বাচনী এক র্যালিতে তিনি এ কথা বলেন। খবর ডেইলি সাবাহ।
এরদোগান বলেন, দেশের দক্ষিণ সীমান্ত বরাবর ‘সন্ত্রাসী করিডোর’ তৈরি করলে তুরস্ক কখনও মেনে নেবে না।
তিনি বলেন, তুরস্ক এই সংকট সমাধানে শুধু বৈঠকে বসে আলোচনাই করবে না, এটি সমাধানে সরাসরি কার্যকর পদক্ষেপ নেবে।
এদিকে আজ রোববার তুরস্কের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটার ভোট দিচ্ছেন এ নির্বাচনে। সংসদের পাঁচ দলের বাইরেও আরও সাত দল লড়ছে এবারের নির্বাচনে।
ভোটে জেতার লড়াইয়ে টিকে থাকতে ক্ষমতাসীন এবং বিরোধী দলগুলো জোট করে নির্বাচন করছে। নির্বাচনের মাঠ এখন মূলত দুই ভাগে বিভক্ত। ক্ষমতাসীন জোট ও বিরোধী জোট।
ক্ষমতাসীন জোটে আছে সরকারি দল একে পার্টি এবং কট্টর জাতীয়তাবাদী দল এমএইচপি। অন্যদিকে প্রধান বিরোধী দল সেক্যুলারিস্ট সিএইচপি জোট করছে ডানপন্থী আইপি বা সু পার্টির সঙ্গে।
বড় সিটি কর্পোরেশন ও গুরুত্বপূর্ণ শহরগুলোতে পার্টিগুলো জোটবদ্ধ হয়ে প্রার্থী দিয়েছে কোথাও আবার জোটের শরিকদের প্রার্থীর সমর্থনে নিজের প্রার্থীকে তুলে নিয়েছে।
অন্যদিকে বিশাল ভোটব্যাংকের অধিকারী কুর্দি দল কারও সঙ্গে আনুষ্ঠানিক কোনো জোট করেনি; কিন্তু বিরোধী জোটকে সমর্থন দিচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ