ছায়াদ হোসেন সবুজ:: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে গত কয়েক দিনের প্রচন্ড খরতাপে জন জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপজেলার বিভিন্ন হাট বাজার রাস্তা ঘাটে বের হওয়া মানুষ গুলো গরমে আসফাঁস করছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের অবস্থা তুলনামূলক বেশি নাজুক। প্রচন্ড গরমে শিশুদের ডায়রিয়া-আমাশয় সহ নানা উপসর্গ দেখা দিয়েছে। বৈশাখ মাস চলমান থাকায় হাওরে শুরু হয়েছে ধান কাটার ধুম। এই প্রচন্ড তাপদাহে ধান কাটা শ্রমিকসহ কৃষকদের কষ্টের কোন শেষ নেই।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কৃষক আব্দুল হক জানান, ধান কাটার শ্রমিকরা প্রচন্ড তাপের কারণে ধান কাটা যেতে চায় না। আবার গেলেও তারাতারি চলে আসে। এমন প্রচন্ড গরম এর আগে দেখিনি।
এক রিক্স চালক জুনাব আলী জানান, তীব্র গরম চলায় রিক্সা চালাতে পারছিনা। গরমের জন্য মানুষ রিক্সায় উঠেনা।সারাদিনেও ১০০ টাকা রুজি করতে পারি না।পরিবারের ভরনপোষণ নিয়ে চিন্তায় আছি।
শান্তিগঞ্জ বাজারের এক ব্যবসায়ী সোহাগ মিয়া জানান, গরমে কষ্টের থাকলেও দোকানে ঠান্ডা জাতীয় পানীয় অনেক বিক্রি হচ্ছে।তবে প্রচুর গরম থাকায় ক্রেতার আনাগোনা কম।
একাধিক শিক্ষার্থীরা জানান, প্রচন্ড গরমের জন্য স্কুলে যেথে কষ্ট হয়। আর রাতে বিদ্যুৎ বিভ্রাট হলে কষ্টের কোন শেষ থাকে না। এমন আমরা গরমে কাহিল হয়ে পড়েছি। এমন খরতাপ চলমান থাকলে লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটবে।